ডেস্ক : ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) চটগ্রামের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় বাঙালি জাতিকে চিরকাল মাথা উঁচু করে বাঁচার প্রেরণা জোগাবে। সেই প্রেরণায় মুক্তিযুদ্ধের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজ এখনো চলমান। এই কাজে প্রতিটি স্তরের ব্যক্তিবর্গের অবদান রাখতে হবে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার গোল্ডেন প্লাজায় আইসিএসবি চট্টগ্রাম ক্যাম্পাসে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইসিএসবি চট্টগ্রামের সভাপতি মো. দেলোয়ার হোসাইন এফসিএস, সাবেক সভাপতি রিয়াজুল হক সিকদার এফসিএস, মোহাম্মদ আবুল কালাম আজাদ এসিএস বক্তব্য রাখেন। এছাড়া মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ও সাংবাদিক ফারুক তাহের। এর আগে আইসিএসবি সিআরসির পক্ষ থেকে নগরীর কাট্টলি এলাকায় স্থাপিত স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে : আইসিএসবির সভায় বক্তারা
