ডেস্ক : ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই প্রথম্বার এশিয়ার শিরোপা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারও পুরনো ফাইনালিস্ট প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা পেলো বাংলার অদম্য মেয়েরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল উপহার দিয়ে সাবিনারা টানা দ্বিতীয়বার শিরোপা পেয়েছে। এই রেকর্ড এশিয়া অঞ্চলের উচ্চ পর্যায়ের ফুটবলের আসরে ছেলেদের চাইতেও এগিয়ে।
প্রতিপক্ষ নেপালও কম যায়নি। তবুও ঋতুপর্ণা চাকমার ঐতিহাসিক গোলটি বাংলাদেশের মেয়েদের শিরোপা এনে দিল। – সৌ/ডে/চ