ডেস্ক, বাংলা বায়ান্ন : জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট এর বিজ্ঞাপনী দূত হিসেবে এবার ১০ লাখ টাকা জরিমানার মুখে আছেন বিগ বি অমিতাভ বচ্চন। গ্রাহকদের অভিযোগ তাদের মিথ্যে বলে বিভ্রান্ত করা হচ্ছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-এর পক্ষে সেন্ট্রাল কনসিউমার প্রোটেকশন অথরিটিতে এব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। ওই বিজ্ঞাপনের কারণে দেশের খুচরা ব্যবসায়ীরা ধাক্কা খাচ্ছে। বিজ্ঞাপনটি তুলে নেওয়ার দাবিও জানানো হয় সিএআইটির পক্ষ থেকে। অভিযোগকারীর পক্ষে ওই বিজ্ঞাপনের জন্য ফ্লিপকার্টের বিরুদ্ধে পেনাল্টিও দাবি করা হয়েছে। এবং যুক্ত থাকার জন্য বচ্চনের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা চাওয়া হয়। তবে অমিতাভ এই বিষয়ে মন্তব্য করেননি। # সৌধ/সিটিজি
জরিমানার মুখে বিগ বি
