প্রযুক্তি বিশ্ব রাজনীতি

ইতালিতে প্রধানমন্ত্রী : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান

ডেস্ক রিপোর্ট, বাংলা বায়ান্ন :

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কার্যকর কৃষি-খাদ্য প্রযুক্তি ব্যবহারের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এখন সময় এসেছে ক্লাইমেট-স্মার্ট ‘কৃষি-খাদ্য বিপ্লবের’। এ সেক্টরের রূপান্তরের আমাদের প্রকৃতিবান্ধব সমাধান এবং উন্নত প্রযুক্তি প্রয়োগ করা প্রয়োজন। ২৪ জুলাই (সোমবার) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এক সেশনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সবুজ বিপ্লবের’ ডাক দিয়েছিলেন।
তিনি বলেন, জলবায়ু সংকটের কারণে আমাদের একটি টেকসই এবং রূপান্তরিত খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। আর বিলম্ব না করে আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে আমাদের এখন কী করা দরকার। খাদ্য নিরাপত্তা এখন জলবায়ু ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত।  বক্তব্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষি ও খাদ্যের টেকসই ব্যবস্থাপণার ৫টি প্রস্তাবও পেশ করেন।

এই অধিবেশনে আরো বক্তব্য রাখেন মৌরিতানিয়া প্রেসিডেন্ট মোহাম্মদ ওউলদ গাজোয়ানি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ, সামাও এর প্রধানমন্ত্রী ফিয়ামি নাওমি মাতাফা, ইতালির উপ-প্রধানমন্ত্রী অ্যান্তেনিও তাজানি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোঙ্গিউ। এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
২৪ থেকে ২৬ জুলাই রোমে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত জাতিসংঘ খাদ্য ব্যবস্থাপণা সম্মেলনে ২০টির বেশি রাষ্ট্র ও সরকার প্রধানসহ ১৬০টির বেশি দেশ থেকে প্রায় ২ হাজারের অধিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যোগ দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ২৩ জুলাই (রোববার) স্থানীয় সময় বিকেলে ইতালির রোম আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামী বুধবার (২৬ জুলাই) দেশে ফিরবেন তিনি। -/ সৌধ/সিটিজি

সৌমেন ধর

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার হয়তো ভালো লাগবে

এশিয়া বিশ্ব রাজনীতি

চীনের নেতৃত্বে ‘নয়া বিশ্বব্যবস্থা’ কতটা বাস্তবসম্মত

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
বিশ্ব রাজনীতি

আমাদের কর্মকান্ডে পৃথিবী আজ বিপর্যস্ত

বাংলা বায়ান্ন : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জীবকুলের আবাসস্থলের অবক্ষয়, সারাবিশ্বে উচ্চমাত্রার দূষণ এবং ক্রম-অবনতিশীল জলবায়ু সংকটের ফলে সারাবিশ্বে