ডেস্ক রিপোর্ট : সম্প্রতি দেশে অনলাইন প্লাটফর্মগেুলোতে নতুন ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। বুলিং কমলেও সাইবার অপরাধে বেশি শিকার এখনও নারী ও শিশুরা। তবে একইসাথে সাইবার স্পেসে আর্থিক প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি (২ শতাংশের বেশি) অপপ্রচারের শিকার হয় শিশুরা। বয়স ভিত্তিক অপরাধের ধরনে ভুক্তভোগীদের মধ্যে ১২ শতাংশের বেশি তরুণরাই (১৮-৩০ বছর) এসব অপরাধের শিকার হচ্ছে। ২০ মে (শনিবার) ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা-২০২৩ গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনা সভায় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) কর্তৃক ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো প্রকাশিত এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি কাজী মুস্তাফিজ সভাপতিত্ব করেন। প্রতিবেদন পেশ করেন গবেষণা সহকারী স্বর্ণা সাহা। গবেষণা পর্ষদের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ওবায়দুল্লাহ আল মারজুক। এছাড়া বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান, বাংলাদেশ (এনসিসিএবি) সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মুশফিকুর রহমান সভায় আরও উপস্থিত ছিলেন। /সৌধ/সিটিজি