বিশ্ব রাজনীতি

আমাদের কর্মকান্ডে পৃথিবী আজ বিপর্যস্ত

বাংলা বায়ান্ন : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জীবকুলের আবাসস্থলের অবক্ষয়, সারাবিশ্বে উচ্চমাত্রার দূষণ এবং ক্রম-অবনতিশীল জলবায়ু সংকটের ফলে সারাবিশ্বে আজ ১০ লাখ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি সৃষ্টি হয়েছে। প্রকৃতির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের অবশ্যই অবসান ঘটানো প্রয়োজন। ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব আরো বলেন, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে আমরা মানবজাতির জীবন রক্ষাকারী ব্যবস্থার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে। বায়ুতে আমাদের শ্বাসপ্রশ্বাস চলে, আমরা খাদ্য খাই, জ্বালানির সাহায্যে আমাদের জীবনযাপনের কাজ চলে, ওষুধে আমাদের রোগ নিরাময় হয়; এভাবে আমাদের জীবন কতগুলো স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল, তবু আমাদের কর্মকান্ডে পৃথিবীর প্রতিটি প্রান্ত আজ বিপর্যস্ত হচ্ছে।

তিনি বলেন, এখন সময় গত বছর হওয়া কুনমিং-মনট্রিল বৈশ্বিক জীববৈচিত্র্য রূপরেখা চুক্তি বাস্তবায়নে কাজে নেমে পড়ার। এর অর্থ উৎপাদন ও ভোগের টেকসই উপায় নিশ্চিত করা। প্রকৃতি ধ্বংসকারী কর্মকাণ্ডে ভর্তুকি না দিয়ে আমাদের উচিত পরিবেশ-বান্ধব সমাধান অন্বেষণে সেই অর্থ খরচ করা।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, আদিবাসী জনগোষ্ঠীর এবং স্থানীয় সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতিদান প্রয়োজন, কারণ তারাই পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে শক্তিশালী রক্ষক। জীববৈচিত্র্যের বিলুপ্তি ও জলবায়ু সংকটের বিরুদ্ধে আরও শক্তিশালী ও আরও গতিশীল পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায় প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন। বার্তায় তিনি আরও বলেন, সবার জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আসুন আমরা বিভিন্ন দেশের সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের সবাই সম্মিলিতভাবে কাজ করি।

সৌমেন ধর

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার হয়তো ভালো লাগবে

এশিয়া বিশ্ব রাজনীতি

চীনের নেতৃত্বে ‘নয়া বিশ্বব্যবস্থা’ কতটা বাস্তবসম্মত

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
এশিয়া বিশ্ব রাজনীতি

এশিয়ার শত্রু দারিদ্র্য দুর করতে দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক, বাংলা বায়ান্ন : এশিয়ার মানুষের প্রধান শত্রু দারিদ্র্য দূর করতে এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ